দিনাজপুরে বিএনপি নেতাসহ আটক ৩১
দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের তিন নেতাকর্মীসহ ৩১ জনকে আটক করেছে পুলিশ।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত পুলিশ সদস্য মো. মোস্তাফিজুর রহমান জানায়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় সাড়াশি অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে বিএনপির তিনজন নেতাকর্মী রয়েছে।
দিনাজপুর পুলিশ সুপার রুহুল আমীন জানান, বিএনপি কর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা রয়েছে। এছাড়াও চলমান বিভিন্ন মামলার কিছু ওয়ারেন্টভুক্ত আসামিকেও আটক করা হয়েছে।
এমদাদুল হক মিলন/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারেক রহমানের রংপুর আগমন ঘিরে মধ্যরাতে বেরোবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
- ২ ভোজের আয়োজন করায় বিএনপি প্রার্থী ও জামায়াত কর্মীদের জরিমানা
- ৩ পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও
- ৪ বিএনপিতে যোগদান করলেন জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী
- ৫ শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ৪