ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মহাসড়কের পাশে বর্জ্য ফেলায় গুনতে হলো জরিমানা

শ্রীপুর (গাজীপুর) | প্রকাশিত: ০৬:০০ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১

গাজীপুরের শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বর্জ্য ফেলায় সাতজনকে জরিমানা করেছেন সড়ক বিভাগের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী উপ-সচিব কামরুজ্জামান মিয়া এ অভিযান পরিচালনা করেন।

গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুদ্দিন জানান, সম্প্রতি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বিভিন্ন অংশে বর্জ্য ফেলায় পথচারীদের দুর্ভোগ তৈরি হয়েছে। এসব স্থানে বর্জ্য অপসারণ বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাইওয়ে অ্যাক্ট অনুযায়ী সাতজনকে অর্থদণ্ড দেয়া হয়েছে।

তিনি আরও জানান, কেউ যেন আর বর্জ্য ফেলতে না পারেন সেজন্য মহাসড়কের গাজীপুর অংশে নজরদারি বাড়ানো হয়েছেভ

অভিযানে সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের স্টেট অফিসার কামরুজ্জামানসহ গাজীপুর সড়ক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিহাব খান/এসআর/জেআইএম