ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চকরিয়ায় ১২ ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৪:২৮ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২১

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় ১২ ঘণ্টার ব্যবধানে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও মাইক্রোবাস চালকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টায় মহাসড়কের চকরিয়াস্থ ইসলামনগর এলাকায় বাস-মাইক্রোবাস সংঘর্ঘে ও শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বানিয়ারছড়াস্থ আমতলী এলাকায় পিকআপ গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী নিহতসহ সড়কে পৃথক এ দুর্ঘটনা ঘটে।

শনিবার সকালে মহাসড়কের চকরিয়াস্থ ইসলামনগর এলাকায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ঘে নিহতরা হলেন, চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মো. হোসেনের ছেলে মাইক্রোবাস চালক এনামুল হক (২৫), পেকুয়ার শিলখালী এলাকার চাঁদ মিয়ার ছেলে আবু তালেব (৪২)। শুক্রবার সন্ধ্যা ৭টায় বানিয়ারছড়াস্থ আমতলী এলাকায় পিকআপের চাপায় নিহতরা হলেন, মোটরসাইকেল আরোহী উপজেলার বরইতলী ইউনিয়নের মাহমুদনগর এলাকার নেজাম উদ্দিনের ছেলে মো. ছোটন (২২) ও রামু উপজেলার গর্জনিয়া এলাকার আমির হোসেনের ছেলে শামসুল আলম (২০)।

বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ঘে আহতরা হলেন, চকরিয়া পৌরসভার দিগরপানখালীর সুনিল দাশ (৫২), পৌরসভার থানা সেন্টারের আবদুল হাকিম (৩২), স্টেশন পাড়ার জাফর আলম (৩২), খুটাখালীর তাফসির (৩০), ফাঁসিয়াখালীর ছাইরাখালীর জাকেরিয়া (৫২), সাহারবিলের শুভ (৫০), মালমুঘাটের মতিউর রহমান (৬৫), একই এলাকার আবদুর রহিম (২২) এবং খুটাখালীর ওসমান গনি (২৬)।

অপরদিকে, শুক্রবার সন্ধ্যায় পিকআপ চাপায় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেল আরোহী মো. ফারুক (২০)। তিনি রামু উপজেলার গর্জনিয়া এলাকার মো. হোছনের ছেলে।

আহত ফারুকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোটর সাইকেল আরোহী নিহত ও আহত তিনজন বানিয়ারছড়া স্টেশনে একটি গ্রিল ওয়ার্কসপের কর্মচারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে চিরিংগা থেকে যাত্রীবাহি একটি মাইক্রোবাস চট্টগ্রাম যাচ্ছিল। এ সময় কক্সবাজারমুখী এনা পরিবহনের একটি যাত্রীবাহি বাস ইসলামনগর পৌঁছলে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গেলে চালকসহ দুইজন নিহত হয়।

এসময় মাইক্রোবাসে থাকা ৯ যাত্রীর সবাই কমবেশি আহত হয়। পরে স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা আহতদের মধ্যে গুরুতর কয়েজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

অপরদিকে, শুক্রবার সন্ধ্যায় দোকান বন্ধ থাকায় তিন বন্ধু মিলে মোটরসাইকেলনিয়ে হারবাংয়ে বেড়াতে যাচ্ছিলেন। প্রতিমধ্যে মহাসড়কের চকরিয়ায় বানিয়ারছড়াস্থ আমতলী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির পিকআপ ট্রাক মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলে প্রাণ হারায় দুই জন। অপর আরোহী গুরুতর আহত হন।

মহাসড়কের চিরিংগা হাইওয়ে পুলিশের এসআই সিরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ির মধ্যে বাস ও মাইক্রোবাস গাড়ি দুটি জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এছাড়া মোটরসাইকেল চাপায় দেয়া পিকআপ গাড়িটি পালিয়ে যাওয়ায় জব্দ করা সম্ভব হয়নি। পৃথক দুর্ঘটনার ঘটনায় মামলার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এএইচ/এমকেএইচ