ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় বিপুল ভোটে ধানের শীষের জয়

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৯:২৬ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১

বগুড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটে জয়লাভ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। তিনি ধানের শীষ প্রতীকে ৮২ হাজার ২১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রোববার (২৮ ফেব্রুয়ারি) বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

বাদশার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ জগ প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৯০ ভোট। এছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু ওবায়দুল হাসান ববি নৌকা প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৮৯ ভোট পেয়েছেন।

এসজে/জেআইএম