লক্ষ্মীপুরে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ছবিলপুর গ্রামে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি কলেজ ছাত্র শিব্বির মাহমুদকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে রায়পুর উপজেলার কেরোয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। সে রায়পুর উপজেলার কেরোয়া এলাকার আবদুস ছাত্তারের ছেলে ও লক্ষ্মীপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
লক্ষ্মীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া জানায়, বৃহস্পতিবার রাতে প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক গণধর্ষণের ঘটনায় সদর থানায় নিজেই বাদী হয়ে শিব্বিরকে প্রধান করে পাঁচজনের নামে মামলা দায়ের করেন। অন্য অসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
কাজল কায়েস/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ