ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হাসি ফুটলো শতাধিক শিশুর মুখে

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ০২ মার্চ ২০২১

ভোলায় হাসি ফুটলো শতাধিক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুর মুখে। মঙ্গলবার (২ মার্চ) তাদের স্কুলব্যাগসহ শিক্ষা উপকরণ দিয়েছে রোটারী ক্লাব অব স্কাইলাইন।

সংগঠনের সভাপতি খাদিজা আক্তার স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কামাল আজাদ, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ও প্রবীণ সাংবাদিক আবু তাহের।

jagonews24

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুদের বোঝা না ভেবে তাদের ভালোবাসা দিয়ে স্কুলমুখী করে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তাহলে একজন অভিভাবক হিসেবে আপনাদের সফলতা আসবে।

খাদিজা আক্তার স্বপ্না বলেন, ‘আমরা সব সময় প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করি। ভোলার বিশেষ চাহিদাসম্পন্ন (বুদ্ধিপ্রতিবন্ধী) শিশুদের স্কুলমুখী ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে আমরা স্কুলব্যাগ ও শিক্ষার বিভিন্ন উপকরণ দিয়েছি।’

jagonews24

তিনি আরও বলেন, ‘আমরা চাই এসব শিশুর অভিভাবকরা তাদের শিশুদের অবহেলা বা বোঝা মনে না করে আদার-ভালোবাসা দিয়ে গড়ে তুলুক। তাদেরও স্কুলমুখী করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুক।’

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/এমকেএইচ