ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাতির জন্য ডাব পাড়তে উঠে গাছেই দাদার মৃত্যু

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০২:৪০ পিএম, ০৩ মার্চ ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জে নাতির জন্য ডাব পাড়তে গাছে উঠে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গাছেই মৃত্যু হয়েছে দাদা দুলাল মল্লিকের (৬০)।

বুধবার সকাল সাড়ে ৯টায় ৬নং বড়কুল ইউনিয়নের সোনাইমুড়ী মল্লিক বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে দুলাল মল্লিক নাতির জন্য ডাব পাড়তে গাছে ওঠেন। গাছে ওঠার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন তিনি গাছে আটকে যান। বিষয়টি নাতি টের পেয়ে চিৎকার শুরু করে। পরে তাকে স্থানীয়রা রশি দিয়ে নিচে নামিয়ে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাজিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ জানান, ঘটনাটি আমরা জেনেছি। নাতির জন্য ডাব পাড়তে নারকেল গাছে ওঠার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

নজরুল ইসলাম আতিক/এফএ/জেআইএম