ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‘বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন প্রতিটি মানুষের জন্য অনুপ্রেরণা’

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ০৭ মার্চ ২০২১

বাঙালির জন্য জীবন-যৌবন উৎসর্গ করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন প্রতিটি মানুষের জন্য অনুপ্রেরণা বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রোববার (৭ মার্চ) নাটোরের সিংড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির সামগ্রিক মুক্তির স্বপ্ন দেখেছিলেন। পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে জাতিকে স্বাধীনতার জন্য প্রস্তুত করে তুলছিলেন।’

প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর জনকল্যাণমুখী নানা পদক্ষেপ গ্রহণ করে অর্থনৈতিক সমৃদ্ধির বীজ বপন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর ধারাবাহিকতায় তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করেছেন।’

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দীর্ঘ একুশ বছর ক্ষমতাসীন গোষ্ঠীরা অপপ্রচার চালিয়েছে, মিথ্যাচার করেছে। কিন্তু ইতিহাসের সত্য একদিন ঠিকই দিবালোকের মতো প্রস্ফুটিত হয়েছে। আজ নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু স্ব-মহিমায় ভাস্বর হয়ে উঠছেন।’

এ সময় সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, মিনহাজ উদ্দীন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমীন, গোলই আফরোজ সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি সজীব ইসলাম জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএইচ/জেআইএম