ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খাগড়াছড়িতে দুই বস্তা গাঁজাসহ আটক ৩

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ১০:০৫ পিএম, ০৭ মার্চ ২০২১

পার্বত্য খাগড়াছড়ির মহালছড়ি সড়কের আকবারি নামক স্থানে অভিযান চালিয়ে দুই বস্তা গাঁজাসহ তিনজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে র‍্যাব-৭-এর অধিনায়ক মেজর মুসফিকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন-খাগড়াছড়ি সদরের দুর্গাছড়ি এলাকার কংচাই মারমার ছেলে আপ্রূ মং মারমা (৪৫), গুইমারার ইন্দ্রমনি কারবারি পাড়ার চিত্তরঞ্জন চাকমার ছেলে দীপন চাকমা (৪০) ও একই এলাকার মৃত রবিন্দ্র চাকমার ছেলে কল্প চাকমা (২৬)।

jagonews24

পরে আটকদের খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

মুজিবুর রহমান ভুইয়া/এসআর/এমকেএইচ