ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারী শ্রমিককে বাড়িতে নিয়ে ধর্ষণ, প্রেমিক শ্রীঘরে

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ০৮ মার্চ ২০২১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে প্রেমিকাকে (১৮) ধর্ষণের অভিযোগে আশিক (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ মার্চ) গ্রেফতারের পর অভিযুক্ত প্রেমিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃত আশিক উপজেলার পাঁচগাও চরপাড়া গ্রামের মোস্তফার ছেলে।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) আনিছুর রহমান বলেন, তিনমাস আগে ফকির বাড়ি এলাকার ভাই ভাই স্পিনিং মিলের নারী শ্রমিকের সাথে প্রেমেরে সম্পর্ক গড়ে তোলেন একই মিলের গাড়ি চালক আশিক। তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে আশিক। সর্বশেষ ২০২০ সালের ১ ডিসেম্বর নিজ বাড়িতে নিয়ে আবারও ওই নারীকে ধর্ষণ করলে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। প্রেমিক আশিককে বিয়ের জন্য চাপ দেয়। তিনি বিয়ে করতে রাজী না হলে ধর্ষিতা নিজে বাদী হয়ে রোববার (৭ মার্চ) রাতে মামলা দায়ের করেন।

মো. শাহাদাত হোসেন/আরএইচ/এএসএম