যশোরে ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত
যশোরের নওয়াপাড়ায় ট্রাকের ধাক্কায় তাসিম হোসেন (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। রোববার সকালে নওয়াপাড়া পাঁচকবর এলাকার কলাতলা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসিম হোসেন উপজেলার আমডাঙ্গা গ্রামের তাসহার হোসেনের ছেলে ও স্থানীয় রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানিয়েছেন, তাসিম হোসেন সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে যশোর-খুলনা মহাসড়ক দিয়ে নওয়াপাড়ায় যাচ্ছিল। পথিমধ্যে পাঁচকবর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যশোরগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক তাসিম হোসেন মারা যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পরে নিহতের স্বজনরা মরদেহ গ্রহণ করে পারিবারিক কবরস্থানে দাফন করেছে।
মিলন রহমান/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ