ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দুই ভাইয়ের মারামারি দেখে বাবার মৃত্যু

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৯:৩০ পিএম, ০৮ মার্চ ২০২১

মাদারীপুরের শিবচরের কাদিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের মারামারির ঘটনা ঘটে। এসময় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তাদের বৃদ্ধ বাবা।

সোমবার (৮ মার্চ) বিকেলে উপজেলার মুন্সী কাদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলার শিবচরের কাদিরপুরে আ. মান্নান সরকারের (৭৮) বড় ছেলে চাঁন মিয়া সরকার ও ছোট ছেলে আবুল কালাম সরকারের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।

সোমবার বিকেলে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে বড় ভাইয়ের ঘুষির আঘাতে ছোট ভাই কালাম সরকারের নাক ফেটে রক্ত বের হয়। পাশে তার বাবা আ. মান্নান সরকার এই দৃশ্য দেখে মাথা ঘুরে মাটিতে লুটে পড়েন। পরে দুই ভাই মিলে বাবাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিরাজ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। প্রাথমিকভাবে আ. মান্নান সরকার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক।

এ কে এম নাসিরুল হক/এসজে/এএসএম