ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে ৯ অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ১০ মার্চ ২০২১

গাজীপুরে ৯ টি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে ৪৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এ আদেশ দেন।

এসময় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন ও মমিন ভূঁইয়া, গাজীপুর র‌্যাব ও পুলিশ সদস্যরা এ অভিযানে সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। এ সময় ভোঙ্গাবাড়ি এলাকায় মেসার্স পদ্মা ব্রিকস ম্যানুফ্যাকচারকে ছয় লাখ টাকা, সোনাখালী এলাকায় মেসার্স কোনাবাড়ী ব্রিকসকে ছয় লাখ টাকা ও সূত্রাপুর এলাকায় মেসার্স এ বি এম এন্টারপ্রাইজকে একলাখ টাকা ও মেসার্স শিলাবৃষ্টি ব্রিকসকে এক লাখ জরিমানা করা হয়।

jagonews24

একই উপজেলার উত্তর দারিয়াপুর এলাকায় মেসার্স কিরণ ব্রিকসকে ছয় লাখ টাকা, মেসার্স স্টার ব্রিকসকে ছয় লাখ টাকা, মেসার্স সান ব্রিকসকে ছয় লাখ টাকা, খাজা মইন উদ্দিন ব্রিকসকে ছয় লাখ টাকা ও মেসার্স কুমিদপুর ব্রিকস ম্যানুফ্যাকচারকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরে এসব ইটভাটা ভেকু মেশিন দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে।

পরে পার্শ্ববর্তী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পলাশতলী এলাকায় মেসার্স মুন ব্রিকসকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সালাম সরকার বলেন, ‘পরিবেশ দূষণ বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

মো. আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস