মাতাল শ্বশুরের দেয়া আগুনে সন্তানসম্ভবা পুত্রবধূর মৃত্যু
প্রতীকী ছবি
মানিকগঞ্জের শিবালয়ের আলোকদিয়া চরে মাতাল শ্বশুরের দেয়া আগুনে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন পুত্রবধূ লিবা খাতুন (২৭)। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন তার মেয়ের জামাই বিল্লাল হোসেন। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) ভোরে এই ঘটনা ঘটে।
নিহত লিবা দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জননী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলোকদিয়া চরের কেটি আরদোসের ছেলে মো. জুলহাস বৃহস্পতিবার ভোরে মাতাল অবস্থায় তাদের টিনের ঘরে আগুন লাগিয়ে দেন। ঘরের ভেতর স্যালো মেশিনের তেল থাকায় ঘরটিতে দ্রুত এই আগুন ছড়িয়ে পড়ে।
এসময় ঘরে থাকা তার ১০ মাসের সন্তানসম্ভবা পুত্রবধূ লিবা অগ্নিদগ্ধ হয়ে মারা যান। গুরুতর আহত হন তার মেয়ের জামাই বিল্লাল হোসেন। তাকে পার্শ্ববর্তী পাবনা জেলায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বি এম খোরশেদ/এসএমএম/এমকেএইচ