বেনাপোলে ৭ লাখ হুন্ডির টাকাসহ যুবক আটক
যশোরের বেনাপোল পোর্ট থানার শিকড়ি বটতলা নামক স্থান থেকে ৭ লাখ এক হাজার হুন্ডির টাকাসহ আব্দুস সালাম নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রোববার বেলা তিনটার দিকে তাকে আটক করা হয়।
আটক আব্দুস সালাম বেনাপোল পোর্ট থানার খলসী গ্রামের খালেকের ছেলে। ২৬ বিজিবি বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার আয়ূব আলী জানান, গোপন সংবাদে জানা যায়, সালাম নামে এক যুবক বিপুল পরিমাণ টাকা ভারতে পাচারের জন্য শিকড়ি বটতলা নামক স্থানে অপেক্ষা করছেন। সেখানে অভিযান চালিয়ে সালামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৭ লাখ এক হাজার টাকা পাওয়া যায়। সালামকে অবৈধভাবে ভারতে হুন্ডির টাকা পাঠানোর অভিযোগে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।
মো. জামাল হোসেন/এমজেড
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান