ফরিদপুর আইনজীবী সমিতির নির্বাচনে ১০ পদে বিএনপিপন্থীদের জয়
ফরিদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বড় জয় পেয়েছে বিএনপিপন্থী আইনজীবীরা। মোট ১৬ পদের মধ্যে সভাপতি ও সেক্রেটারিসহ ১০ পদে বিএনপি মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন। বাকি ৬ পদে বিজয়ী হন আওয়ামীপন্থী আইনজীবীরা।
বৃহস্পতিবার (১১ মার্চ) বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৩০৪ জন ভোটারের মধ্যে ২৯৬ জন ভোট প্রদান করেন। নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়।
সভাপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবু ওমর মো. খালেদ ১৩৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী অ্যাডভোকেট আবদুল কাদের ১১২ ভোট ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল বাশার পেয়েছেন ৪৪ ভোট।
সহ-সভাপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবদুস সাত্তার ১৭৫ ভোট ও অ্যাডভোকেট মো. ওয়াহিদুজ্জামান ১৭২ ভোট পেয়ে জয়ী হন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট বশির চৌধুরী ১২৫ ভোট ও অ্যাডভোকেট আবদুল জলিল চাঁন ৯৬ ভোট পান।
সাধারণ সম্পাদক পদেও বিএনপি মনোনীত অ্যাডভোকেট মো. জসীমউদ্দিন মৃধা ১৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট আমিন-উর-রহমান পেয়েছেন ১২৬ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহ মো. আবু জাফর ১৫৯ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী জাহিদ হাসান পেয়েছেন ১২৯ ভোট।
অর্থ সম্পাদক পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. ইনজামুল হক মিঠু ২০৭ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত অ্যাডভোকেট ইয়ার আলী পেয়েছেন ৮৬ ভোট।
ক্রীড়া সম্পাদক পদে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবু নাঈম মো. জুয়েল ১৫০ ভোট, নিরীক্ষা সম্পাদক পদে অ্যাডভোকেট মো. মতিয়ার রহমান ১৭৩ ভোট, প্রচার প্রকাশনা ও গ্রন্থাগার সম্পাদক পদে অ্যাডভোকেট নির্মল দাস ১৯৯ ভোট, নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট খসরুজ্জামান খসরু ১৭০ ভোট, নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট নুরুল ইসলাম ১৫১ ভোট পেয়ে বিজয় লাভ করেন।
এছাড়া তথ্য ও প্রযুক্তি সম্পাদক আওয়ামীলীগ মনোনীত বিজয় ঘোষ ১৬৪ ভোট, নির্বাহী সদস্য পদে শরীফা ঠাকুর ২০৬ ভোট ও নির্বাহী সদস্য পদে অসিত কুমার মজুমদার ১৪২ ভোট পেয়ে জয়ী হোন।
আরএইচ/এএসএম