ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অটোরিকশা উল্টে যাত্রী নিহত, আহত ৪

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৭:১৬ পিএম, ১২ মার্চ ২০২১

বগুড়ার শেরপুরে সিএনজি চালিত অটোরিকশা উল্টে চাঁন মিয়া (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১২মার্চ) বেলা একটার দিকে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শুভলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এসময় চালকসহ আরও চারজন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর দুইজনকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত লাল চাঁন মিয়া শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের কাজেম উদ্দীনের ছেলে।

অন্যদিকে দুর্ঘটনায় আহতরা হলেন, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কাছিহাড়া গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী বিলকিছ বেগম (৩৯), তার মেয়ে মরিয়ম খাতুন (১৬), অটোরিকশা চালক শেরপুর শহরের সজিব হোসেন (২৮) ও খন্দকারটোলা এলাকার আব্দুল হান্নান (২৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, কাজীপুর উপজেলার সোনামুখি বাজার থেকে ছেড়ে আসা সিএনজি চালিত অটোরিকশাটি শেরপুর শহরের ধুনটমোড়ে যাওয়ার সময় চাকা ফেটে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে অটোরিকশাটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই যাত্রী লাল চাঁন মিয়া মারা যান। অন্যরা আহত হন।

পরে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে শেরপুর সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে আহতদের মধ্যে দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান। আর বাকি দুইজন মা ও মেয়ের অবস্থার অবনতি ঘটলে তাদেরকে বগুড়ায় শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানান তারা।

শেরপুর থানার দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘটনাটি মৌখিকভাবে শুনেছি। তবে ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

আরএইচ/জেআইএম