কয়েল তৈরির কারখানায় আগুন, কর্মচারী নিহত
ফাইল ছবি
বগুড়ায় একটি কয়েল তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে বেলাল হোসেন (২৫) নামে এক কর্মচারী নিহত হয়েছেন।
শনিবার (১৩ মার্চ) সকাল ৬টার দিকে বগুড়া সদরের শিকারপুর গ্রামে একটি কয়েল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত বেলাল হোসেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বাসিন্দা।
জানা গেছে, শিকারপুর গ্রামে একটি বিড়ি কারখানায় অনুমোদনবিহীন কয়েল তৈরি করা হচ্ছিল। কারখানার কর্মচারী বেলাল হোসেন কারখানাতেই রাত যাপন করতেন। শনিবার সকাল ৬টার দিকে কারখানার ভেতর থেকে প্রচণ্ড কালো ধোয়া বের হতে দেখে গ্রামবাসী।
প্রথমে গ্রামবাসী আগুন নেভানোর কাজ শুরু করে। পরে খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে কারখানার ভেতর থেকে আগুনে পুড়ে যাওয়া বেলাল হোসেনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বগুড়া স্টেশনের সিনিয়র অফিসার বজলুর রশিদ জানান, সকাল ৬টায় খবর পেয়ে ওই কারখানায় গিয়ে তিনটি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় কারখানার অভ্যন্তরে একজন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, বৈদ্যুতিক গোলযোগে এ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ২-৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বগুড়ার সহকারী পরিচালক আব্দুল হামিদ। এছাড়া সদর থানার পুলিশ সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
এফএ/জিকেএস