সায়েরা মহসিন নির্বাচিত
মৌলভীবাজর-৩ আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রয়াত সমাজকল্যাণমন্ত্রীর সহধর্মিণী সৈয়দা সায়েরা মহসিনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
রোববার বিকেলে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে মৌলভীবাজার-৩ উপ-নির্বাচনের আঞ্চলিক কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এসএম এজহারুল হক এ ঘোষণা দেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১৪ নভেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট-বিএনএফ প্রার্থী মোহাম্মদ আশরাফ হোসেন, জাতীয় পার্টির প্রার্থী (এরশাদ) সৈয়দ নুরুল হক, স্বতন্ত্র প্রার্থী সোহেল আহমদ ও মো. খোরশেদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। আর আগামী ৮ ডিসেম্বর সৈয়দ মহসিন আলীর শূন্য আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
প্রসঙ্গত, ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী। তার মৃত্যুর পর নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করেন।
এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান