ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০২:০৩ পিএম, ১৩ মার্চ ২০২১

গাজীপুরের কাশিমপুর ভূইয়াপাড়া এলাকায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। শনিবার (১৩ মার্চ) ভোর সাড়ে ৫টায় জাকির হোসেনের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় সুমন মিয়াসহ (৩২) তার ঘুমন্ত স্ত্রী মরিয়ম বেগম (২৮) ও শিশুপুত্র সাকিন মাহামুদ (৫) আগুনে দগ্ধ হন। এছাড়া এসময় তাদের রুমের দরজাসহ দুই পাশের দেয়াল ধসে পড়ে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এলাকাবাসী।

jagonews24

আহত সুমন মিয়া জাকির হোসেনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তার শিশুপুত্র সাকিন মাহমুদ কাছে একটি মাদরাসার ছাত্র।

প্রতিবেশী জাব্বার আলী বলেন, সকালে ঘুমন্ত অবস্থায় হঠাৎ বিকট শব্দ শুনেই ঘুম ভাঙে। ঘুম থেকে উঠেই তাদের উদ্ধার করে ঢাকা পাঠানো হয়।

কাশিমপুর জিএমপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা বলেন, সেফটি ট্যাংকের ওপর রান্নাঘর ছিল। হঠাৎ গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন আহত হন এবং ওই বিল্ডিংয়ের তিনটি রুম ভেঙে যায়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমিনুল ইসলাম/এসএমএম/জিকেএস