ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিদ্যালয়ে ল্যাব স্থাপনে যুবলীগ নেতার অনিয়মের অভিযোগ, তদন্তে কমিটি

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ০৬:১৩ পিএম, ১৪ মার্চ ২০২১

হবিগঞ্জের লাখাইয়ে রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয় এবং তেঘরিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপনে যুবলীগ নেতা ইকরামুল মজিদ চৌধুরী শাকিলের অনিয়মের অভিযোগ তদন্ত শুরু হয়েছে।

রোববার (১৪ মার্চ) দুজন বিশেষজ্ঞ এ তদন্ত করেন। তারা অনিয়মের প্রাথমিক সত্যতাও পান বলে জানা গেছে।

তদন্তকারী কর্মকর্তারা হলেন ঢাকা থেকে আসা ইউজিডিপির সোশ্যাল এক্সপার্ট সিভিল ইঞ্জিনিয়ার রাফায়েল ত্রিপুরা ও নেটওয়ার্ক এক্সপার্ট মাসুদুন্নবী।

তদন্ত শেষে ইউজিডিপির সোশ্যাল এক্সপার্ট সিভিল ইঞ্জিনিয়ার রাফায়েল ত্রিপুরা জানান, অভিযোগের সত্যতা মিলেছে। তবে এ মুহূর্তে সবকিছু বলা যাচ্ছে না। যথাসময়ে রিপোর্ট পেশ করা হবে। তদন্তকালে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং উপস্থিত ছিলেন।

গত বছরের ৩০ এপ্রিল জাইকা’র অর্থায়নে পরিচালিত উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের তৃতীয় ধাপের কর্মসূচিতে লাখাই উপজেলার রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয় এবং দুপুরে তেঘরিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে ২০ লাখ টাকা ব্যয়ে কম্পিউটার, টেবিল ও চেয়ার দিয়ে ডিজিটাল ল্যাব স্থাপন, ১০ লাখ টাকা ব্যয়ে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল সামগ্রী প্রদান ও ১০ লাখ টাকা ব্যয়ে করাব ইউনিয়নে বড় গোপাটের খাল থেকে আজদার মিয়ার বাড়ি পর্যন্ত আরসিসি উন্মুক্ত ড্রেন নির্মাণে দরপত্র আহ্বান করে এলজিইডি।

তিনটি কাজেরই ঠিকাদার নিযুক্ত হন লাখাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকরামুল মজিদ চৌধুরী শাকিল। দরপত্র অনুসারে গত বছরের অক্টোবরে উপজেলার রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয় ও তেঘরিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়। ঠিকাদার বিদ্যালয় দুটিতে ‘ডেল কোম্পানির অপটিপ্লেক্স-৩০২০, কোরআই-৩ মডেলের’ ৪৮টি কম্পিউটার সরবরাহ করে।

সরবরাহের কয়েকদিন পরই তেঘরিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ১৪টি ও রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের পাঁচটি কম্পিউটার নষ্ট হয়ে যায়। এ নিয়ে সমালোচনারে সৃষ্টি হয়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসজে/এমকেএইচ