চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
রাজবাড়ীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. আবদুল গফুর সরদার (৫৬) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৪ মার্চ) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। আবদুল গফুর সদর উপজেলার রামকান্তপুর গ্রামের মৃত একামুদ্দির ছেলে।
মামলার এজাহার সূত্রে জানায়, অভিযুক্ত আবদুল গফুর দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ৭ মার্চ (রোববার) ওই ছাত্রীর বাবা রিকশা নিয়ে ও মা ভবদিয়া একটি কারখানায় কাজ করতে বের হলে তাকে ফুসলিয়ে বাড়ির পাশের একটি বসতঘরে নিয়ে ধর্ষণ করে। এসময় ওই স্কুলছাত্রীকে কাউকে না জানাতে ভয়ভীতি দেখায়। পরে ৯ মার্চ (মঙ্গলবার) অসুস্থবোধ করলে মাকে ধর্ষণের বিষয়টি খুলে বলে। শনিবার (১৩ মার্চ) ওই স্কুলছাত্রী ফের অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে একই দিন আদালতে মামলা করেন ভুক্তভোগীর বাবা। মামলার পরে অভিযুক্তকে আটক করে পুলিশ।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
রুবেলুর রহমান/আরএইচ/জেআইএম