ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের একটি কক্ষ থেকে মাসুদুর রহমান স্বপন (৫৫) নামের এক কমিউনিটি মেডিকেল অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে।
জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস আলী সরদার জানান, জামালপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের একটি কক্ষে চিকিৎসক মাসুদুর রহমান স্বপনকে ফেনের সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। তবে এটা হত্যা ও না আত্মহত্যা সে বিষয়ে বলা যাচ্ছে না।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তদন্ত শেষে বলা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।
রুবেলুর রহমান/এসজে/এমকেএইচ