ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গোপনে ক্লাস নেয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের জরিমানা

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ১৫ মার্চ ২০২১

জামালপুরে সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষা কার্যক্রম চালু করায় সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমীন এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শহরের কলেজ রোডের সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে প্রতিষ্ঠান খোলা রেখে শ্রেণি কক্ষে ছাত্র-ছাত্রীদের পাঠদান কার্যক্রম দেখে আদালত। পরে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর আওতায় ওই প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমীন বলেন, ‘এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।’

আরএইচ/জিকেএস