ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় পাঠাও চালক নিহত

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ১৫ মার্চ ২০২১

গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় মাজহারুল ইসলাম (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৫ মার্চ) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস মোড়ের দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাজহারুল নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার তেঁতুইতলা এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি অ্যাপভিত্তিক যাত্রীসেবা দেয়া প্রতিষ্ঠান পাঠাওয়ের চালক হিসেবে কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম।

তিনি জানান, সোমবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা থেকে মোটরসাইকেল চালিয়ে ভোগড়া বাইপাস মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে চৌধুরীবাড়ি এলাকায় পৌঁছলে মোটরসাইকেল পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ডভ্যান চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাজহারুল মারা হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এসময় গাড়ি দুটি জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান এসআই ইব্রাহিম।

আমিনুল ইসলাম/এসআর/এএসএম