পুকুরে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে নুসরাত (৯) ও সামিয়া (৯) নামে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ মার্চ) উপজেলার কদম রসুল নূরবাগ এলাকার হাবীব মিয়ার বাড়ির পাশের পুকুরে মর্মান্তিক এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নুসরাত উপজেলার নূরবাগ এলাকার দেলোয়ার মিয়ার বাড়ির ভাড়াটিয়া নজরুল মিয়ার মেয়ে ও সামিয়া একই বাড়ির ভাড়াটিয়া সিরাজ মিয়ার মেয়ে। তারা উপজেলার লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী
স্থানীয়রা জানান, সকালে দুই শিক্ষার্থী তাদের বাবা-মাকে না জানিয়ে হাবীব মিয়ার বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তলিয়ে যায়। দূর থেকে পথচারীরা শিশু দুইটিকে পানিতে ডুবতে দেখে এলাকাবাসীকে জানায়। এলাকার লোকজন পানিতে নেমে খোঁজাখুঁজি করে দুই শিক্ষার্থীকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
মো. শাহাদাত হোসেন/আরএইচ/এএসএম