ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নির্মাণাধীন মসজিদের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৯:৪২ পিএম, ১৫ মার্চ ২০২১

গাজীপুরে নির্মাণাধীন মসজিদের ভবন থেকে পড়ে মো. ইদ্রিস আলী (৩৭) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (১৫ মার্চ) দুপুরে মহানগরীর পূর্ব কলমেশ্বর এলাকার মনসুর আলী জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে। নিহত নির্মাণ শ্রমিক ইদ্রিস আলী মহানগরীর পূর্ব কলমেশ্বর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয়দের বরাত দিয়ে গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, নিহত ইদ্রিস আলী পূর্ব কলমেশ্বর এলাকায় মনসুর আলী জামে মসজিদের উপরে নির্মাণকাজ করা অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে অসতর্কতায় পা পিছলে পঞ্চম তলা থেকে নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এসজে/এএসএম