ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ছুরিকাঘাতে আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ১৬ মার্চ ২০২১

দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে আহত বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাকবির ইসলাম খান (২৮) মারা গেছেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাকবির ইসলাম খান মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ মার্চ) রাতে শহরের সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার এলাকায় বগুড়ায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে বেশ কয়েকজন আহত হয়। তাদের মধ্যে তাকবির ইসলাম খান চিকিৎসাধীন অবস্থার মারা যান।

এএইচ/জিকেএস