‘ঘুষি মেরে’ মোটরসাইকেল আরোহীর দাঁত ভেঙে দিলেন কনস্টেবল
নাটোর শহরতলীর হরিশপুর পুলিশ লাইন্স সংলগ্ন সড়ক বিভাজকের পাশ দিয়ে যাওয়ার অপরাধে মিন্টু আলী (৪৩) নামের এক মোটরসাইকেল আরোহীকে ঘুষি মেরে দাঁত ভেঙে দিয়েছেন অনিক হাসান নামের এক কনস্টেবল।
মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে পুলিশ লাইন্সের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে পুলিশ লাইন্স সংলগ্ন এলাকা অতিক্রমের সময় মিন্টু সড়কের বাঁশ দ্বারা ব্যারিকেড দেয়া অংশে ঢুকে পড়েন। এতে এগিয়ে এসে কনস্টেবল অনিক মিন্টুর গতিরোধ করেন। বন্ধ থাকা রাস্তার পাশে ঢোকা নিয়ে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরই এক পর্যায়ে ওই কনস্টেবল মিন্টুর মুখে ঘুষি মারেন। এতে তার নাকের নিচের অংশ ফেটে যায় এবং তিনটি দাঁত ভেঙে যায়।
রাত সাড়ে ৮টার দিকে আল সান হাসপাতালের পরিচালক শফিউল আলম বলেন, ‘আধাঘণ্টা আগে মিন্টুকে রিলিজ দেয়া হয়েছে। তার নাকের নিচে ফেটে গেছে। সেখানে পাঁচটি সেলাই দেয়া হয়েছে। উপরের তিনটি দাত ভেঙে গেছে। এর বেশি কিছু বলতে পারব না।’
নাটোর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুজনের কথা-কাটাকাটির জেরে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। পুলিশের তত্ত্বাবধানে মিন্টুকে চিকিৎসা দেয়া হচ্ছে।’
এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, মেডিকেল কলেজের অধ্যাপক বরখাস্ত
- ২ সাত ঘণ্টা অবরোধের পর বরিশাল-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
- ৩ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ৪ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৫ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি