ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বঙ্গবন্ধুর জন্মদিনে ১০০ চারাগাছ রোপণ মেয়র আইভীর

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৯:০০ পিএম, ১৭ মার্চ ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১০০টি চারাগাছ রোপণ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।

বুধবার (১৭ মার্চ) বিকেল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের ভান্ডারীরপুল এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি পালন করেন তিনি।

একই সঙ্গে, সন্ধ্যার পর জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের সঙ্গে কেক কাটার পাশাপাশি মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে আতশবাজি প্রদর্শনের উদ্বোধন করেন মেয়র আইভী।

jagonews24

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাসিক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, সংরক্ষিত (১, ২ ও ৩ ওয়ার্ড) নারী কাউন্সিলর মাকসুদা মোজাফফর, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইসরাফিল প্রধানসহ সিদ্ধিরগঞ্জের মুক্তিযোদ্ধারা।

এস কে শাওন/এসআর/এমকেএইচ