ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আড়াই হাজার শিক্ষার্থী পেল ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ১০:০৮ পিএম, ১৭ মার্চ ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে নাটোরের নলডাঙ্গায় ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। একদিনে ২ হাজার ৬০০ শিক্ষার্থীর হাতে তুলে দেন ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি।

নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে বুধবার (১৭ মার্চ) শিক্ষার্থীদের হাতে এই বই তুলে দেয়া হয়।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নাটোরের নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন- রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর মো. হুমায়ন কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু, নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম প্রমুখ।

jagonews24

নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ব্যতিক্রম আয়োজনে অংশ নেয় উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার ৬০০ জন শিক্ষার্থী।

নাটোর-নলডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনীর ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে ঘোষণা দেন। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ল্যাপটপ ও ট্যাব পুরস্কার দেয়ার ঘোষণা দেন তিনি।

রেজাউল করিম রেজা/এসজে/এমকেএইচ