ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চালের ট্রাকে ফেনসিডিল পাচার

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০১:২০ পিএম, ২০ মার্চ ২০২১

দিনাজপুরের ঘোড়াঘাটে চালবোঝাই ট্রাকে ৮০০ বোতল ফেনসিডিল দিলদার আলী মোক্তাদুর রহমান (৩৬) নামের ট্রাকের সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ মার্চ) মধ্যরাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাটে কানাগাড়ী বাজারে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হেলপার দিলদার আলী মোক্তাদুর রহমান জেলার চিরিরবন্দরের তুলশীপুর গ্রামের ওমর আলীর ছেলে।

শনিবার (২০ মার্চ) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় একই উপজেলার তুলশীপুর মাজাপাড়া গ্রামের নওশাদ আলীর ছেলে পলাতক ট্রাকচালক রানা মিয়া (৩২) ও দিনাজপুরের ফুলবাড়ীর খোয়ারপাড়া গ্রামের মৃত ওফিজ উদ্দিনের ছেলে মালিক হাফিজুর রহমানের (৩৪) বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।

jagonews24

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, শুক্রবার মধ্যরাতে থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলার রশিদের নেতৃত্বে কানাগাড়ী বাজারে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়। এসময় ঢাকাগামী চালবোঝাই একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট-২৪-৪০০৪) থামার সংকেত দেয়া হয়।

গাড়ি থামিয়ে চালক কৌশলে পালিয়ে যান। পরে পুলিশ প্রায় ১৪ টন চালবোঝাই ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলে জানান তিনি।

ওসি আরও বলেন, পলাতক ট্রাকচালক এবং ট্রাকের মালিক দীর্ঘদিন যাবত চোরাই পথে ভারতে প্রবেশ করে মাদক সংগ্রহ করে আসছিলেন। এই মাদকদ্রব্যগুলো কৌশলে ট্রাকে ধান, চাল, ভুট্টা ও সবজি পরিবহনের আড়ালে বাংলাদেশের বিভিন্ন জেলায় পাইকারী বাজারে বিক্রি করতেন তারা।

এছাড়া মামলার অপর দুই আসামিকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।

এমদাদুল হক মিলন/এসএমএম/এএসএম