ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আগুনে পুড়ল ১০ ঝুটের গুদাম

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০১:৪৬ পিএম, ২০ মার্চ ২০২১

গাজীপুরের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় আগুনে ১০টি ঝুট গুদাম পুড়ে গেছে। শুক্রবার (১৯ মার্চ) রাত ১টায় এ আগুনের সূত্রপাত হয়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল হামিদ মিয়া বলেন, কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় প্রথমে একটি টিনশেডের তৈরি ঝুট গুদামে আগুন লাগে। এরপর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ও ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারা প্রায় চার ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

jagonews24

আগুনে টিনশেডের ১০টি গুদাম ও ঝুট পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এদিকে একই এলাকায় ভোরে একটি বাসায় আগুন লেগেছে বলে জানা যায়। প্রায় পৌনে ১ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়।

এতে ওই বাসার পাশের পাঁচটি দোকান ও বাড়ির চারটি কক্ষ পুড়ে গেছে।

আমিনুল ইসলাম/এসএমএম/এএসএম