ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ইতালির সঙ্গে চামড়া নিয়ে কাজ করবে গাজীপুর সিটি

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৮:৪০ পিএম, ২০ মার্চ ২০২১

তৈরি পোশাক কারখানা, চামড়া শিল্পের বিকাশে গাজীপুর সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছেন ইতালির রাষ্ট্রদূত এনরিকো নানজিয়াতা।

শনিবার (২০ মার্চ) দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে বৈঠক শেষে তিনি এ আগ্রহের কথা জানান।

সকালে প্রতিনিধি দলটি গাজীপুর সিটি কর্পোরেশনের নগরভবন কার্যালয়ে এসে পৌঁছালে মেয়র মো. জাহাঙ্গীর আলম ফুল দিয়ে তাদের স্বাগত জানান। তারা নগরীর সালনা এলাকায় একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেন।

পরে দুই পক্ষ বৈঠকে মিলিত হন। বৈঠকে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কারখানা পরিদর্শন শেষে মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘কোরবানির ঈদের সময় আমাদের দেশে পচনশীল অনেক চামড়া সস্তায় বিক্রি হয়। ইতালি যেহেতু চামড়ার ক্ষেত্রে সারাবিশ্বে একটি ব্র্যান্ড তাই তাদের আমরা এখানে নিয়ে এসেছি। তারা এখানে অর্থনৈতিক জোন করার মাধ্যমে চামড়াকে প্রক্রিয়াজাত করে তাদের দেশে নিয়ে যাবে বলে একমত হয়েছেন।’

এ সময় ইতালি রাষ্ট্রদূত কারখানার কর্মপরিবেশে সন্তোষ প্রকাশ করেন এবং চামড়া শিল্প বিকাশে সিটি কর্পোরেশনকে তার সরকারের সহযোগিতার কথা উল্লেখ করেন।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস