ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হাতিয়ায় ইয়াবাসহ যুবক আটক

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৮:৩৪ এএম, ২১ মার্চ ২০২১

নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে কোস্টগার্ড।

শনিবার (২০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মানিক বাজার থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫৮৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক মো. সোহেল (২২) উপজেলার পূর্ব চরচেংগা গ্রামের আবুল হাসেমের ছেলে।

হাতিয়ার কোস্টগার্ড বিসিজি স্টেশন অফিসার লে. বিশ্বজিৎ বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় দেয়া হবে।

এফএ/এমএস