ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাস্ক ব্যবহারকারীদের ফুল ও চকলেট দিলেন এসপি

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০১:৩১ পিএম, ২১ মার্চ ২০২১

‘মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে মাঠে নেমেছে দিনাজপুর পুলিশ।

রোববার (২১ মার্চ) দিনাজপুরে একযোগে ২৬২টি স্থানে পুলিশ বাহিনীর সদস্যরা মাস্ক পরতে ও হ্যাড-স্যানিটাইজার ব্যবহারে সচেতনতা তৈরিতে হ্যান্ড মাইকে বক্তব্য দেন। এ সময় মাস্ক বিতরণ করা হয়।

দিনাজপুরের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন এই কর্মসূচির নেতৃত্ব দেন। সকালে তিনি দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র বাহাদুর বাজার, লিলির মোড়সহ বিভিন্ন স্থানে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় তিনি মাস্ক ব্যবহারকারীদের গোলাপ ফুল ও শিশুদের চকলেট উপহার দেন।

jagonews24

তিনি বলেন, সবাই মিলে সচেতন হয়ে মাস্ক ব্যবহার করলে সবাই সুস্থ থাকব। বাংলাদেশকে করোনামুক্ত করতে পারব। তাই আসুন আমরা স্বাস্থ্যবিধি মেনে চলাচল করি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ মার্চ) করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় দেশব্যাপী পুলিশের উদ্যোগ অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ করোনারোধে পুলিশের এই কার্যক্রম শুরুর কথা জানিয়েছিলেন।

এমদাদুল হক মিলন/এফএ/জিকেএস