কাদের মির্জার ডাকা শোকসভা স্থগিত করল প্রশাসন
ফাইল ছবি
সাবেক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সদ্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের স্মরণে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই ও পৌর মেয়র আবদুল কাদের মির্জার ডাকা শোকসভা স্থগিত করেছে স্থানীয় প্রশাসন।
রোববার (২১ মার্চ) দুপুর ২টায় কাদের মির্জা নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এ অভিযোগ করেন।
এর আগে, শনিবার (২০ মার্চ) বিকেল ৫টায় নোয়াখালীর বসুরহাট পৌরসভা হলরুমে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণে আয়োজিত সভা থেকে কাদের মির্জা রোববার বিকেল ৪টায় বসুরহাট পৌরসভা হল রুমে এ শোকসভা করার ঘোষণা দিয়েছিলেন।
এ বিষয়ে কাদের মির্জার ভাগনে ফখরুল ইসলাম রাহাত বলেন, ‘কাদের মির্জা আজ রাজনৈতিকভাবে কোম্পানীগঞ্জে দেউলিয়া হয়ে গেছেন। তিনি মওদুদের শোকসভার নামে তার নিজের রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টার অপপ্রয়াস মাত্র।’
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘রোববার দুপুর ১টার দিকে কাদের মির্জাকে বসুরহাট পৌরসভার হল রুমে ডাকা শোকসভা স্থগিত করতে বলা হয়েছে।’
এর আগে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই পৌর মেয়র আবদুল কাদের মির্জা মওদুদ আহমদের মৃত্যুতে বসুরহাট পৌরসভায় তিন দিনের শোক ঘোষণা করেন।
এসজে/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান