ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রাক পারাপারে দৌলতদিয়ায় নির্দিষ্ট ফেরির প্রস্তাব

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ২১ মার্চ ২০২১

পণ্যবাহী ট্রাকের চাপ সামাল দিতে ও চালকদের ভোগান্তি কমাতে ট্রাক পারাপারের জন্য রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ায় ২ নম্বর ফেরিঘাট এবং নির্দিষ্ট ফেরির প্রস্তাব করা হয়েছে।

রোববার (২১ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দৌলতদিয়া ঘাটের বর্তমান সমস্যা নিরসনকল্পে মতবিনিময় সভায় এ প্রস্তাব করা হয়।

এ সময় ফেরি ঘাট সমস্যা, নতুন ঘাট চালু, পুরো ঘাট এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা, ঘাট থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত রোড লাইট ও শৌচাগার স্থাপন, টিকিট কাউন্টারে অতিরিক্ত টাকা নেয়া বন্ধ, নির্দিষ্ট পোশাকে চালক ও যাত্রীদের গাইড করা, লেন করে যানবাহন সিরিয়াল করা, রাস্তা থেকে দূরে বালুর ব্যবসা করা, গোয়ালন্দ হাইওয়ে থেকে ওয়েটস্কেল মেশিন স্থানান্তরিত করা, ঘাট থেকে গোয়ালন্দ মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন, গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সি, উপজেলা নির্বাহী আমিনুল ইসলাম, পৌর মেয়র নজরুল মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর, আরিচা বিআইডব্লিউটিএ উপ-সহকারী প্রকৌশলী মো. শাহ আলম, বিআইডব্লিউটিএ দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) ফিরোজ খান, রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান প্রমুখ।

রুবেলুর রহমান/এসজে/জিকেএস