হত্যা মামলার প্রধান দুই আসামি হিলিবন্দরে গ্রেফতার
চাঁদপুর হাইমচর উপজেলার ভিঙ্গুলিয়া গ্রামের মোবারক হত্যা মামলার প্রধান দুই আসামি সহোদর মহন খান ও রাজন খানকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২২ মার্চ) ভোরে জয়পুরহাট জেলার হিলিবন্দর থেকে তাদেরকে আটক করা হয়। এ নিয়ে হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০ মার্চ সন্ধ্যায় হাইমচর উপজেলার ভিঙ্গুলিয়া গ্রামের মিজান খানের ছেলে মহন খান ও রাজন খান পূর্বের শত্রুতার জেরে ছুরি দিয়ে গনি গাজীর ছেলে মোবারককে হত্যার উদ্দেশ্যে আঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় আরও দুজন গুরুতর আহত হন।
এ ব্যাপারে হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, মোবারক হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আরও একজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
নজরুল ইসলাম আতিক/এসজে/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে