১১ দিন পর কবর থেকে তোলা হলো সেই মাদরাসাছাত্রের মরদেহ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদরাসাছাত্র ছাব্বির আহম্মেদের (১৪) মরদেহ দাফনের ১১ দিন পর কবর থেকে তোলা হয়েছে। সোমবার (২২ মার্চ) বিকেলে তার মরদেহ উত্তোলন করা হয়। এসময় নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াহিদ হোসেন ও মামলার তদন্ত কর্মকর্তা আবু শাহাদাৎ মোহাম্মদ শাহীন উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ছাব্বির আহম্মেদ গত বছরের নভেম্বরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রসুলবাগ রওজাতুল উলুম মাদরাসার হেফজখানায় ভর্তি হয়। গত ১০ মার্চ মাদরাসার ভবনের ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ছাব্বিরের ঠোঁট, মাথার ডানদিকে ও কপালসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখা যায়।
তবে নির্ধারিত সময়েই মরদেহ তাদের পারিবারিক কবরস্থানে (রূপগঞ্জ উপজেলার শান্তিনগর গ্রাম) দাফন করা হয়। পরে নিহতের বাবা জামাল হোসেন ১১ মার্চ রসুলবাগ রওজাতুল উলুম মাদরাসায় যান। মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে ছাব্বিরের শরীরের আঘাতের চিহ্ন থাকার বিষয়ে কথা বলতে গেলে তারা অসংলগ্ন কথাবার্তা বলেন। এতে তার বাবার মনে সন্দেহের সৃষ্টি হয়।
পরে ১২ মার্চ জামাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ওইদিন অভিযান চালিয়ে মাদরাসার হেফজ বিভাগের শ্রেণিশিক্ষক ও শিক্ষার্থীসহ ৭ জনকে গ্রেফতার করে।
ছাব্বিরের মা জাহানারা বেগম বলেন, পূর্বপরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীদের বিচার চাই।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আবু শাহাদাৎ মোহাম্মদ শাহীন বলেন, ছাব্বিরের মরদেহ কবর থেকে উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর জানা যাবে তাকে হত্যা করা হয়েছে কি-না।
এস কে শাওন/এএএইচ