ইউএনওর দাফতরিক মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি
কমলনগর ইউএনও মো. কামরুজ্জামান
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামানের দাফতরিক মোবাইল নম্বরটি ক্লোন করার অভিযোগ পাওয়া গেছে। প্রতারকচক্র নম্বরটি ক্লোন করে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কাছ থেকে ইউএনওর পরিচয় দিয়ে টাকা দাবি করেছে। ল্যাপটপ দেয়ার কথা বলে প্রতারকরা টাকা দাবি করেন।
বিষয়টি জানতে পেরে ইউএনও তার ব্যবহৃত ফেসবুকে এ বিষয়ে সতর্কতামূলক পোস্ট দিয়েছেন।
বুধবার (২৪ মার্চ) সন্ধ্যায় ইউএনও মো. কামরুজ্জামান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার (২৩ মার্চ) ইউনওর দাফতরিক মোবাইল নম্বরটি (০১৭****৭৭১৪) ক্লোন করা হয়। ওইদিন দুপুর থেকে উপজেলার চরমার্টিন উচ্চ বিদ্যালয় ও চরবসু এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদেরকে ওই নম্বর থেকে ইউএনওর পরিচয় দিয়ে কল করা হয়। এসময় ল্যাপটপ দেয়ার কথা বলে তাদের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা দাবি করে প্রতারক চক্র।
চরমার্টিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাব উদ্দিন চৌধুরী বলেন, ‘ইউএনওর নম্বর থেকে আমাকে ফোন করা হয়। সরকারিভাবে ল্যাপটপ এসেছে, আমি নেব কি-না জিজ্ঞেস করা হয়। ইচ্ছুক হলে অফিশিয়াল খরচের জন্য বিকাশ নম্বরে আমার কাছ থেকে ৯ হাজার টাকা দাবি করা হয়। এ ঘটনায় আমার সন্দেহ হয়। পরে ইউএনও অফিসে যোগাযোগ করে জানতে পারি নম্বরটি হ্যাক হয়েছে।’
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, ‘আমার দাফতরিক নম্বরটি একটি অসাধু চক্র ক্লোন করে শিক্ষকদের কাছ থেকে টাকা দাবি করেছে। তবে কেউ ঘটনাটি বিশ্বাস করেনি। প্রতারকচক্রকে টাকাও দেয়নি। আমি বিষয়টি জানতে পেরেই ফেসবুকে একটি সতর্কতামূলক পোস্ট দিয়েছি। কেউ যেন ওই চক্রের কথায় টাকা না দেয় এবং বিভ্রান্ত না হয় সেজন্য অনুরোধ জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ঘটনাটি আমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ওই চক্রকে চিহ্নিত করার চেষ্টা চলছে।
কাজল কায়েস/এসআর/এএসএম