ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টাস্কফোর্সের অভিযানে ৩৬ লাখ টাকার বালু-পাথর জব্দ

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ১২:৪৯ এএম, ২৫ মার্চ ২০২১

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে বুধবার (২৪ মার্চ) টাস্কফোর্সের অভিযানে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ৩৬ লাখ টাকার বালু-পাথর জব্দ করা হয়েছে। পরে সন্ধ্যায় এসব বালু-পাথর প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়।

তাহিরপুরের যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধে বুধবার অভিযান চালায় টাস্কফোর্স। এ সময় নদীর তীরে বিভিন্ন স্থানে অবৈধভাবে উত্তোলন করে রাখা ৫০ হাজার ঘনফুট পাথর এবং ৪০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। দিনভর এই অভিযান চলে। পরে সন্ধ্যায় জব্দ করা এসব বালু-পাথর প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়। জব্দ করা পাথর ২৯ লাখ ৯০ হাজার টাকা এবং বালু পাঁচ লাখ ৯৮ হাজার টাকার বিক্রি করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ, পরিবেশ অধিদফতর সিলেটের পরিদর্শক মো. মাইদুল ইসলাম, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সুনামগঞ্জ কোম্পানির অতিরিক্ত পরিচালক মো. জাহিদুল ইসলাম, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ তরফদার, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লাউড়েরগড় ক্যাম্পের হাবিলদার রহিম উদ্দিন উপস্থিত ছিলেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী কমকর্তা পদ্মাসন সিংহ এ সময় বলেন, ‘যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।’

লিপসন আহমেদ/এমএইচআর