ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জানাজায় যাওয়ার পথে নিজেই হলেন লাশ

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০৪:০০ পিএম, ২৫ মার্চ ২০২১

মেহেরপুরে আত্মীয়ের জানাজায় অংশ নিতে যাওয়ার সময় ইটভাটার ট্রাক্টর ট্রলির ধাক্কায় উমর আলী নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন উমর আলীর ছেলে নজরুল ইসলাম (৪৮)। মারাত্মক আহত অবস্থায় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুর ১২টায় গাংনী উপজেলার সানঘাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে ছোট ছেলে নজরুল ইসলামসহ চুয়াডাঙ্গার আসমানখালী গ্রামে এক আত্মীয়র জানাজায় যাচ্ছিলেন বৃদ্ধ ওমর আলী। পথে সানঘাট গ্রামে পৌঁছালে সামনের দিক থেকে ইটভাটার একটি ট্রাক্টর ট্রলি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাবা-ছেলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মারাত্মক আহত হন।

মুমূর্ষ অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে গাংনী হাসপাতালে পাঠায় এলাকাবাসী। সেখানে কর্তব্যরত চিকিৎসক উমর আলীকে মৃত ঘোষণা করেন।

এদিকে আশঙ্কাজনক অবস্থায় মোটরসাইকেল চালক ও নিহতের ছোট ছেলে নজরুল ইসলাম হাসপাতালে ভর্তি রয়েছেন। তার হাত ও পায়ে মারাত্মক জখম রয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক্টর টলিটি আটকের চেষ্টা চলছে।

আসিফ ইকবাল/এসএমএম/এএসএম