ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু, আহত ২

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ২৫ মার্চ ২০২১

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টের পৃথক ঘটনায় এক শিশু নিহত এবং দু’জন গুরুতর আহত হয়েছেন।

দামুড়হুদা উপজেলার নতুন হাউলি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মো. আব্দুল্লাহ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল্লাহ নতুন হাউলি গ্রামের মাঠপাড়ার ভ্যানচালক সুজন আলির ছেলে। দুই ভাই-বোনের মধ্যে আব্দুল্লাহ ছিল বড়।

প্রত্যক্ষদশীরা জানান, বেলা সাড়ে ১১টায় আব্দুল্লাহ বাড়ির পাশে টিউবয়েলে পানি খেতে যায়। এসময় আগে থেকে বিদ্যুতায়িত হয়ে থাকা টিনের বেড়ায় হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

মা লতা খাতুন মুমূর্ষু অবস্থায় আব্দুল্লাহকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎক ডা. শারমিন জানান, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

অপরদিকে, জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে শরীফুল ইসলাম (২৪) ও জুলহাস উদ্দীন (১৮) নামের দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

শরীফুল ইসলাম পৌরসভার আঁশতলা পাড়ার তুতা মিয়ার ছেলে এবং জুলহাস খয়েরহুদা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জীবননগরের শাপলা কলি পাড়ার শাহাজাহান আলীর বাড়ির দ্বিতীয় তলায় এসএস পাইপের কাজ চলছিল। সকাল ১০টায় তারা গ্রিল লাগানোর সময় হাতে থাকা এসএস পাইপ বাড়ির পাশের বিদ্যুতের তার স্পর্শ করে। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় শরীফুল ইসলামকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক হেলেনা আক্রার নিপা জানান, শরীফুল ইসলামের শরীরের অন্তত ৩০ ভাগ পুড়ে গেছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সালাউদ্দীন কাজল/এসএমএম/জিকেএস