প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধের নামে মামলা
ফাইল ছবি
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আলেক মিয়া (৬০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে বোয়ালমারী থানায় ওই বৃদ্ধের নামে ধর্ষণ মামলা করেছেন ভুক্তভোগী কিশোরীর মা।
মামলা সূত্রে জানা গেছে, ২৩ মার্চ সকাল ১০টার দিকে ১৫ বছরের শারীরিক প্রতিবন্ধী ওই কিশোরী বাজারে যাচ্ছিল। এ সময় আলেক মিয়ার (৬০) বাড়ির কাছে পৌঁছালে তাকে ঘরের ভেতর নিয়ে ধর্ষণ করেন তিনি। ওই কিশোরী বাড়িতে গিয়ে তার মাকে আকার ইঙ্গিতে ঘটনাটি বলে। পরে তার মা বৃহস্পতিবার সকালে থানায় গিয়ে আলেক মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা মামুন অর রশিদ বলেন, ‘প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। মামলার আসামি আলেক মিয়াকে গ্রেফতারে চেষ্টা চলছে।’
এসজে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্ক্রাপবাহী লরি উল্টে ৫ কিলোমিটার যানজট
- ২ মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে ৭ হাজার ইয়াবাসহ আটক ৩
- ৩ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে
- ৪ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো সাড়ে চার শতাধিক ঘর
- ৫ অনিয়মে বাধা, এলজিইডির দুই প্রকৌশলীকে হুমকি ঠিকাদারি প্রতিষ্ঠানের