ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জামিনে বেরিয়েই বাদীর বাড়িতে হামলা হত্যা মামলার আসামিদের

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৮:৩৯ এএম, ২৬ মার্চ ২০২১

বগুড়ায় জামিনে বেরিয়েই বাদীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা ফোরকান হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে। এতে বাদী পক্ষের তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বগুড়া শহরের ফুলতলা এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে , গত ২২ ফেব্রুয়ারি দুপুরে বগুড়া শহরের ফুলতলা কাঁচাবাজার এলাকায় যুবলীগ নেতা আল ফোরকানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় বগুড়া শহর যুবলীগের ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নাদিমকে প্রধান আসামি করে ১৩ জনের নামে থানায় মামলা দায়ের করা হয়।

মামলায় ১৩ জন আসামির মধ্যে নাদিম পরিবারেরই ১১ জন রয়েছেন। ফোরকান হত্যা মামলাটি বর্তমানে গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।

এদিকে, বৃহস্পতিবার উচ্চ আদালত থেকে ফোরকান হত্যা মামলার আসামিরা অন্তর্বর্তীকালীন জামিন পান। জামিন পেয়েই তারা সন্ধ্যার পর থেকে এলাকায় মহড়া দিতে শুরু করে। রাত সাড়ে ৮টার দিকে আসামিরা ফুলতলা এলাকায় ফোরকান হত্যা মামলার বাদীর বাড়িতে হামলা চালান।

এ সময় নিহত ফোরকানের ভাই ফুয়াদ, মামাতো ভাই মশিউর এবং অপর এক আত্মীয় রমজানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। আহতদের মধ্যে মশিউরকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই পুলিশ ফুলতলা এলাকায় তল্লাশি অভিযান চালায়। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হামলাকারীদে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

এসজে/এমএস