ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিদেশি অস্ত্রসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৯:৩২ এএম, ২৬ মার্চ ২০২১

নাটোরের সিংড়ার চামারী ইউনিয়নের বিলদহর বাজার থেকে সোহান মোল্লা নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৫ মার্চ) রাত ১০টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের এএসপি মাসুদ রানা।

এসময় তার কাছে থাকা একটি বিদেশি পিস্তল ও গুলির ম্যাগাজিন জব্দ করা হয়। সোহান একই ইউনিয়নের কালীনগর গ্রামের হামিদ মোল্লার ছেলে।

কোম্পানি কমান্ডার এএসপি মাসুদ রানা বলেন, সোহান মোল্লা একজন চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী। বৃহস্পতিবার রাতে র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল সিংড়া বিলদহর বাজারে অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ সোহানকে হাতেনাতে আটক করে।

এসময় তার নিকট থেকে দুইটি মোবাইল, আটটি সিম কার্ড ও নগদ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র ব্যবসায়ী সোহান জব্দকৃত পিস্তল বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছে।

এ ঘটনায় সিংড়া থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা রয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

এসএমএম/এমএস