ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মানিকগঞ্জে হেরোইনসহ ইউপি সদস্য আটক

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ১০:২৪ এএম, ২৬ মার্চ ২০২১

মানিকগঞ্জে হেরোইনসহ ইউপি সদস্য ও তার এক সহযোগীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে সদরের সরুপাই ব্রিজ এলাকা তাদের আটক করা হয়।

আটক রতন মিয়া (৩৮) ঘিওরের নালী ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য। তার সহযোগীর নাম সায়েদুর মোল্লা। তিনি ওই গ্রামের রায়হান মোল্লার ছেলে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সরুপাই ব্রিজ এলাকা থেকে ওই দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এক গ্রাম হেরোইন জব্দ করা হয়।

এছাড়া তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

বি এম খোরশেদ/এসএমএম/এমএস