পদ্মায় গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু
ফাইল ছবি
মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদীতে ডুবে গিয়ে মারুফ (১২) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার কনকসার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত মারুফ উপজেলার নাগেরহাটের নতুনকান্দি গ্রামের মাহমুদুল হাসানের ছেলে। দুপুর ১২টার দিকে নদীতে গোসল নেমে নিখোঁজ হয় সে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন ও স্থানীয়রা জানায়, জুম্মা নামাজের প্রস্তুতির জন্য দুপুর ১২টার দিকে কনকসার এলাকা সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নামে স্থানীয় মাদানিয়া ইসলামিয়া মাদরাসার মারুফসহ কয়েকজন ছাত্র। তারা নদী তীরের অদূরে জেগে উঠা চরে সাঁতরে গিয়ে ফিরে আসার সময় মারুফ পানিতে তলিয়ে যায়। গোসল শেষে নদী থেকে সব ছাত্ররা উঠে এলেও নিখোঁজ থাকে সে।
পরে শ্রীনগর ফায়ার সার্ভিস ও ডুবরী দল উদ্ধার কাজ শুরু করে। বিকেল সাড়ে ৪টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ ডিসেম্বরের প্রত্যয়েই দেশ পুনর্নির্মাণের সুযোগ করে নিতে পেরেছি
- ২ প্রতিপক্ষকে ঘায়েল করতে হত্যাচেষ্টার মধ্যে কোনো বীরত্ব নেই
- ৩ জাগো নিউজে সংবাদ প্রচারের পর নিজের ঠিকানা পেলেন বীরাঙ্গনা যোগমায়া
- ৪ হঠাৎ ফেসবুকে রাঙ্গার ক্ষমা চাওয়ার ভিডিও
- ৫ শহীদ মিনারে মুক্তিযুদ্ধের গ্রাফিতি মুছে আলপনা, সমালোচনায় তৎপর