ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জামিন নিয়েই প্রতিপক্ষের ওপর ফের হামলা যুবলীগ নেতার

জেলা প্রতিনিধি | বগুড়া | প্রকাশিত: ০৯:৫৬ এএম, ২৭ মার্চ ২০২১

বগুড়ায় হত্যা মামলায় জামিন নিয়েই প্রতিপক্ষের ওপর পুনরায় হামলা করে ফেঁসে গেছেন যুবলীগ নেতা নাদিম প্রমানিক (৩৪)।

এ ঘটনায় শুক্রবার (২৬ মার্চ) রাতে শহরের ফুলতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। নাদিম প্রমানিক বগুড়া শহর যুবলীগের ১৩ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক। একই সঙ্গে তিনি ফুলতলা বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি।

পুলিশ জানায়, দক্ষিণ বগুড়ার ফুলতলা এলাকার যুবলীগ নেতা নাদিম প্রামানিক ও তৌহিদুর রহমান লিখন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। আধিপত্য বিস্তার ও পৌর নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি লিখন গ্রুপের সদস্য ফোরকান নামে এক সন্ত্রাসীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। ওই মামলায় নাদিম প্রামানিককে প্রধান করে ১৩ জনকে আসামি করা হয়। হত্যাকাণ্ডের পর থেকেই নাদিম পলাতক ছিলেন।

এদিকে, এই হত্যা মামলার আসামিরা উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছে বলে দাবি করে দলবলসহ এলাকায় ফিরে নাদিম। তারা বৃহস্পতিবার রাতে ফুলতলা সরকারি স্কুলের সামনে প্রতিপক্ষ লিখন গ্রুপের সদস্যদের ওপর সশস্ত্র হামলা করে। এ হামলার নেতৃত্ব দেনে নাদিম। সংঘর্ষে লিখন গ্রুপের তিনজন এবং নাদিম গ্রুপের একজন আহত হন।

হামলার ঘটনায় শুক্রবার বিকেলে লিখন গ্রুপের পক্ষে ফয়সাল কবির নামে একজন বাদী হয়ে যুবলীগ নেতা নাদিমকে প্রধান আসামি করে ১৮জনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা দায়ের করে। এরপরই রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, শুক্রবার রাতে ফুলতলা এলাকার নিজের বাড়ি থেকে গ্রেফতার করা হয় নাদিমকে। তার গ্রুপের অন্য দুই সদস্য আবু হানিফ আকন্দ ও মিন্টু মিয়াকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়। নাদিমের বিরুদ্ধে থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট নয়টি মামলা রয়েছে।

এসজে/এমএস